উত্তরদিনাজপুর

মেলার প্রস্তুতিতে থাকা কর্মীদের ওপর দুষ্কৃতীর হামলা, চলে গুলি ও মারধর

বৈশাখী মেলায় দুষ্কৃতীদের তান্ডব। একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় মেলার প্রস্তুতিতে থাকা কর্মীদের ওপর। অভিযোগ মেলা কমিটির লোকজনেদের উপর গুলি চালানো ও মারধর করে বেশ কিছু দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উদয়পুর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনায় দুই দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ।

            রায়গঞ্জ শহরের উদয়পুরে খেলার মাঠে চলতি মাসেই শুরু হওয়ার কথা বৈশাখী মেলার।কিন্তু তার আগেই মেলা উদ্বোধন নিয়ে তৈরী হয়েছে আশঙ্কা। গত কয়েকদিন ধরে চলছে মেলার সব কাজের শেষলগ্নের প্রস্তুতি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানান সামগ্রীর পসরা নিয়ে দোকান সাজিয়ে তুলছেন বহু দোকানদার।

            মেলায় দোকান বসানো লোকেদের অভিযোগ বুধবার রাতে একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় মেলার প্রস্তুতিতে থাকা কর্মীদের ওপর।ওই দুষ্কৃতীর দল মেলার প্রস্তুতিতে থাকা কর্মীদের কাছে টাকাও দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় শূন্যে গুলি চালানোর পাশাপাশি মেলা কমিটির লোকেদের ব্যাপক মারধর করে। আজ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। প্রতি বছরই গ্রীষ্মকালীন ছুটিতে রায়গঞ্জ শহরের উদয়পুরে বৈশাখী মেলা বসে। এবারেও খেলার মাঠে মেলার আয়োজনের তোড়জোড় চলছে। মূলত ছোট ছোট ছেলেমেয়েদের আনন্দ উপভোগ করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করে উদয়পুরের বাসিন্দারা। দীর্ঘ একমাস ব্যাপী চলে এই মেলা। গতকালের দুষ্কৃতীহানার ঘটনায় এই মেলা হবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে।